বাবুগঞ্জে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে এবার ছাগল বিতরণ
✪ আরিফ আহমেদ মুন্না ☞ জাতীয় সম্পদ ইলিশ, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাবুগঞ্জে দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর প্রদানের পরে এবার ছাগল বিতরণ শুরু করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ২০ জন নিবন্ধিত জেলেকে এক জোড়া করে মোট ৪০টি ছাগল প্রদানের মাধ্যমে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা শশী। এসময় ছাগলের পাশাপাশি প্রত্যেক জেলে পরিবারকে একটি করে ছাগল রাখার ঘর (খোঁয়াড়) এবং ছাগলের খাদ্য ও ভ্যাক্সিন প্রদান করা হয়।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রাণী পালের পরিচালনায় দরিদ্র জেলেদের মাঝে ওই ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তার-উজ-জামান মিলন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, বিআরডিবি কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আতিক প্রমুখ ছাড়াও উপকারভোগী জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রাণী পাল জানান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবার দরিদ্র মৎস্যজীবীদের পুনর্বাসনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে এক জোড়া করে স্ত্রী ছাগল, ছাগল রাখার ঘর (খোঁয়াড়), খাদ্য এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। বরিশালের খবর, বিভাগের খবর