বরিশালের বাবুগঞ্জ উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খাঁ এ তিন নদীর ভাঙনের কবল থেকে কিছুতেই রক্ষা পাচ্ছে না তীরবর্তীরা। একে একে বিলীন হয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন স্থাপনা। বর্ষা মৌসুম শেষ হলেও নদী ভাঙন রোধ হচ্ছে।
এদিকে নদী ভাঙনে বিলীনের পথে বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে একমাত্র যোগাযোগের রাস্তা দেগেরগতি ইউনিয়নের সাধুকাঠী মাদ্রাসা এলাকা।
জরুরিভিত্তিতে ভাঙন প্রতিরোধ না করলে অচিরেই যোগাযোগের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এদিকে ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জাদুঘর, রমজান কাঠীর গুদিঘাটা গ্রাম, নদী রক্ষা বাঁধ, স্কুল, কলেজ, বাজার, মসজিদসহ নদী তীরবর্তী প্রায় সহস্রাধিক পরিবার।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান বরিশালটাইমসকে বলেন- ভাঙন প্রতিরোধে কাজ চলছে অচিরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করে সংস্কার করা হবে।’’
শিরোনামবরিশালের খবর