বাবুগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের আলোচনা সভা
✪ আরিফ আহমেদ মুন্না ॥
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদার।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীরু শামসুন্নাহারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক প্রমুখ। সভায় ৭ থেকে ১২ ডিসেম্বর জাতীয় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। #
বরিশালের খবর