৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বাবুগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২২ অপরাহ্ণ, ৩০ মে ২০১৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ সড়কের পাশে একটি পুকুর থেকে খোকন সরকার (৫০) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) সকালে লাশটি উদ্ধার করা হয় বলে বরিশালটাইমসকে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি মো. আব্দুস সালাম।

নিহত খোকান সরকার ঝালকাঠী জেলার রাজাপুর এলাকার মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।

এর আগে ২৭ এপ্রিল বরিশাল নগরীর নতুনবাজার এলাকা থেকে খোকান সরকার নিখোঁজ হন।

বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বরিশালটাইমসকে বলেন, উপজেলার মীরগঞ্জ সড়কের পাশে একটি পুকুর থেকে খোকন সরকারের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে- খোকন সরকার মানসিক রোগী ছিলেন। হাঁটতে হাঁটতে ওই এলাকায় চলে এসেছিলেন। এরপর পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

29 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন