বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের উদ্যোগে
বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জন্মদিন পালন
বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী পালন করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম। বাবুগঞ্জ উপজেলার নতুন হাটে শুক্রবার সন্ধ্যার পরে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া-মোনাজাত, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক।
মুক্তিযোদ্ধা কমান্ডার বীর প্রতীক রত্তন আলী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, প্রবীণ আওয়ামী লীগ নেতা মানিক মুন্সি, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম বাবুল, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, জেলা ছাত্রমৈত্রী সম্পাদক রুবেল কাজী, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল মুন্সি, চলচিত্র অভিনেতা বুলবুল ইসলাম (সৈকত শাহ্), ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, সাব্বির হোসেন বড়মিয়া, মেহেদি হাসান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়ন চাইলে বর্তমান শেখ হাসিনার সরকারকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। কারণ যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন নতুন হাট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আল আমিন। পরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে কেক কাটেন প্রধান অতিথি আতিকুর রহমান আতিক। এসময় অতিথিদের কেক খাইয়ে দেন তিনি। পরে উপস্থিত জনতা এবং নতুন হাটের ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কেক কাটার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজ উদদীন আহমেদ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ফারজানা বিনতে ওহাব। #
বরিশালের খবর