৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বাবুগঞ্জে বকেয়া ঋণ মওকুফের গণশুনানি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বাবুগঞ্জে বকেয়া ঋণ মওকুফের গণশুনানি

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) উদ্যোগে বকেয়া ঋণ মওকুফে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক সিনিয়র সচিব মউদুদউর রশীদ সফদার।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমানের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল ও পিডিবিএফের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক ফরিদা ইয়াসমিন। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ কবির হোসেন।

গণশুনানিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না। গণশুনানিতে ঋণগ্রহীতাদের পক্ষ থেকে বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, ওয়ার্কার্স পার্টির সম্পাদক শাহিন হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ মামুন প্রমুখসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ওই গণশুনানিতে এসময় সোলার হোম সিস্টেম স্থাপন প্রকল্পের ১৮১ জন ঋণগ্রহীতার মধ্যে বকেয়া ৯৯ জনের ৪ লাখ ৭৫ হাজার টাকার ঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের সব উপজেলাতেই পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে সোলার হোম সিস্টেম স্থাপনের জন্য নেওয়া সকল বকেয়া ঋণ ওই গণশুনানি অনুষ্ঠানের মাধ্যমে একযোগে মওকুফ করা হয় বলে জানান পিডিবিএফ কর্মকর্তা মোঃ কবির হোসেন।

30 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন