বাবুগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন চাঁদপাশা ইউনিয়ন
✪ আরিফ আহমেদ মুন্না ☞ বাবুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চাঁদপাশা ইউনিয়ন একাদশ দল ২-১ গোলে জাহাঙ্গীরনগর ইউনিয়ন একাদশ দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই ফুটবল টুর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামে সভাপতিত্বে বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দেবাশীষ চৌধুরী, চাঁদপাশা হাইস্কুল ও কলেজের অধ্যাপক ইসমাইল হোসেন, রহমতপুর ইউপি সচিব তরিকুল ইসলাম চৌধুরী, চাঁদপাশা ইউপি সদস্য জাকির হোসেন, মামুন খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া, শ্রমিকলীগ সম্পাদক তাওহীদ হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান খান, সহ-সভাপতি সাইফুল রহিম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রামপুলিশসহ নানান শ্রেণিপেশার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
বুধবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চাঁদপাশা ইউনিয়ন একাদশ দল এবং রানারআপ জাহাঙ্গীরনগর ইউনিয়ন একাদশ দলের মধ্যে পুরস্কারের ট্রফি এবং মেডেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। উপজেলার ৬টি ইউনিয়নের অংশগ্রহণে নকআউট পদ্ধতির ওই ফুটবল টুর্নামেন্ট গত ৮ মে উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।’
বরিশালের খবর, বিভাগের খবর