বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৪৭ অপরাহ্ণ, ২৯ মার্চ ২০১৬
বাবুগঞ্জে নির্বাচনের ৮ দিন পর পরিত্যাক্ত অবস্থায় মুড়িসহ ৯৭টি ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পেছনে একটি শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে ব্যালটগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা সরোয়ার হোসেন খান।
পরে পুলিশে খবর দেয়া হলে এগুলো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন বিমানবন্দর থানার ওসি। এসময় স্থানীয় ইউপি সদস্য প্রার্থী মোঃ আবুল কালামসহ অন্যান্য পরাজিত প্রার্থী ও তাদের বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থানার ওসি মোঃ রেজাউল ইসলাম জানান, চেয়ারম্যান নির্বাচনের ওই ব্যালটগুলোতে প্রিসাইডিং অফিসারের কোন সিল বা স্বাক্ষর নেই। তাই কোন কেন্দ্র থেকে এগুলো খোয়া গেছে সেটাও বলা যাচ্ছে না। তাছাড়া এই ঘটকের চর কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই বা হারিয়ে যাওয়ার কোন রিপোর্ট করেননি এখানের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার। অতএব, কেউ ষড়যন্ত্র করে ব্যালটগুলো ওই স্থানে ফেলে রাখতে পারে বলে ধারণা করেন ওসি।