বাবুগঞ্জে শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
✪ আরিফ আহমেদ মুন্না ☞ বাবুগঞ্জে বিশ্ব শিশু দিবস-২০২২ ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে গতকাল বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এসব কর্মসূচি পালিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা শশী। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার, পরিসংখ্যান কর্মকর্তা সালাম সিকদার, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ কবির হোসেন, তথ্য আপা প্রকল্প কর্মকর্তা শাহনাজ বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাব সম্পাদক রোকন মিয়া প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা শশী। এর আগে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।’
বরিশালের খবর, বিভাগের খবর