বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ২৭ নভেম্বর ২০১৮
✪ আরিফ আহমেদ মুন্না ||
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমিক সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহবানে বাবুগঞ্জে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক বাবুগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সোমবার বিকেলে বিআরডিবি মিলনায়তনে ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি ছাড়াও রাজনৈতিক দলের নেতা ও সুধীজন অংশ নেন।
বাবুগঞ্জ উপজেলা সুজন সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান খালেদা ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক ও বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না। ওই নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংলাপে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল করিম হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, বরিশাল-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও যুবমৈত্রী সম্পাদক হাসানুর রহমান পান্নু, মুক্তিযোদ্ধা প্রতিনিধি মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদার, খানপুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ.জ.ম শামসুল আলম, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের উপজেলা সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সম্পাদক মনিরুজ্জামান খোকন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সভাপতি হুমায়ুন কবির খান, সুজনের সহ-সভাপতি প্রধান শিক্ষক সেলিম রেজা, সহ-সম্পাদক প্রভাষক সাইফুল এম. রহিম, প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, সুজনের আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির, অর্থ সম্পাদক আবু আহমেদ, দপ্তর সস্পাদক রুবেল সরদার, বরিশাল জেলা শ্রমিক লীগ নেতা মোকলেছুর রহমান রাঢ়ি, বিমানবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, বাবুগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবদুল্লাহ মামুন, সিনিয়র সাংবাদিক আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবদুল বারী, সাংবাদিক এইচ.এম আল-আমিন, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী আল আমিন শেখ, ইউনিয়ন সমন্বয়কারী আবু হানিফ, শিক্ষার্থী প্রতিনিধি শাহিন মাহমুদ প্রমুখ।
ওই নাগরিক সংলাপে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল করিম হাওলাদার প্রশ্নবিদ্ধ ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানান। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগের দাবি জানান। ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব জোটবদ্ধ নির্বাচন হলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচনের দাবি করেন। খানপুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ.জ.ম শামসুল আলম আসন্ন নির্বাচনে সকল প্রকার সহিংসতা পরিহার করে সব রাজনৈতিক দলকে ভোটের উৎসবমূখর পরিবেশ বজায় রাখার আহবান জানান। জেনারেল টিচার্স এসোসিয়েশনের উপজেলা সম্পাদক মনিরুজ্জামান খোকন সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান। সুজনের সহ-সম্পাদক প্রভাষক সাইফুল এম. রহিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শুধু মুখে মুখে নয়, কাজেও তেমন পরিবেশ সৃষ্টির জন্য ইসির প্রতি আহবান জানান। পল্লী সঞ্চয়ী ব্যাংক কর্মকর্তা ও সুজনের অর্থ সম্পাদক আবু আহমেদ নির্বাচনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতাকে মনোনয়ন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। সুজনের আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির সংবিধানে প্রদত্ত ১৮টি মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান। বাবুগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবদুল্লাহ মামুন ভোটকেন্দ্রে সাংবাদিক অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ইসির প্রতি আহবান জানান। বরিশাল জেলা শ্রমিক লীগ নেতা মোকলেছুর রহমান রাঢ়ি উন্নয়নের কথা বিবেচনা করে জনবান্ধব সরকারকে নির্বাচিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথির বক্তৃতাকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী বলেন, সব দলের অংশগ্রহণে একটি উৎসবমূখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন সবার কাম্য। তবে এটা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন সংশ্লিষ্ট সকলের। সবার আগে জনগণকে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কেবল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম খালেদ হোসেন স্বপন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে কখনোই গণতন্ত্র বিকশিত হয় না। জনপ্রতিনিধিদের অবশ্যই জনগণের মুখোমুখি হয়ে তাদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে। কেউ জবাবদিহিতার উর্ধ্বে নয়। এ ধরনের আয়োজন করার জন্য তিনি সুজনকে ধন্যবাদ জানান। এসময় তিনি নিজের ক্ষমতার আমলের কথা উল্লেখ করে আরো বলেন, ক্ষমতায় এসে বিএনপি যা করেছিল আওয়ামী লীগ তা করেনি। প্রতিপক্ষের কারো বাড়িতে হামলা হয়নি, কারো সম্পদ-সম্পত্তি দখল হয়নি, ব্যক্তিগতভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি কিংবা গ্রেফতার করা হয়নি। আওয়ামী লীগের আমলে রাজনৈতিক সহাবস্থানে বাবুগঞ্জ উপজেলা আজ সারাদেশের মডেল। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে নয়, উন্নয়ন কর্মকান্ড দিয়েই আওয়ামী লীগ সরকার মানুষের মন জয় করতে চায়। এটাই বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ।
সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার সকল শ্রেণীপেশার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ওই প্রাণবন্ত নাগরিক সংলাপে বরিশাল-৩ আসনের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুধীজন তাদের বক্তব্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহবান জানিয়ে তাদের সমর্থন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত ব্যক্ত করেন। #