১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুর মা রোববার বিকেলে মেট্রোপলিটনের বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল উপজেলার বড়ইখালী গ্রামে পরিদর্শন করেছে। তবে অভিযুক্তকে আটক করতে পারেনি। অভিযোগে বলা হয়েছে- গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার এক ভ্যান চালকের দ্বিতীয় শ্রেণিতে অধ্যায়নরত শিশু মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে একই এলাকার শফিজ উদ্দিন নামে এক ব্যক্তি।

 

পাশ্ববর্তী দুই নারী এই দৃশ্য দেখে তাঁকে হাতেনাতে ধরতে গেলে শফিজ উদ্দিন পালিয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান- শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছে। ওই শিশু শ্লীলতাহানীর শিকার হয়েছে।

75 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন