৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৫ অপরাহ্ণ, ১২ জানুয়ারি ২০২৪

বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন

আরিফ আহমেদ মুন্না বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়। জেলার শ্রেষ্ঠ কার্যালয় নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্রসহ দেওয়া হয়েছে সংবর্ধনা। জাতীয় সমাজসেবা দিবসের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বরিশাল জেলার শ্রেষ্ঠ কার্যালয় হিসেবে বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ওই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জাতীয় সমাজসেবা দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাজাহান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর প্রতীক কে.এস.এ মহিউদ্দিন মানিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের পুরস্কার গ্রহণের পর গতকাল বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় এক সংক্ষিপ্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে শ্রেষ্ঠত্ব অর্জনের অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমান।

জেলার শ্রেষ্ঠ কার্যালয় হিসেবে পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ‘এই পুরস্কার আমাদের সম্মিলিত টিম ওয়ার্কের ফসল। আমরা মানুষকে সর্বোচ্চ সেবা দিতে সবসময় বদ্ধ পরিকর। এই পুরস্কার আমাদের কাজের গতিশীলতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে।’

118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন