‘বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারি হওয়ায় আনন্দ মিছিল-শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ’
✪ আরিফ আহমেদ মুন্না ॥
বাবুগঞ্জ উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের অনুমোদন (জিও) লাভ করায় বাবুগঞ্জে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বাবুগঞ্জ বন্দরে মিষ্টি বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে বুধবার সকালে অনুষ্ঠিত ওই বর্ণিল আনন্দ শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে কলেজ গেট থেকে পাঁচরাস্তা অতিক্রম করে আবার বিদ্যালয়ে ফিরে আসে। প্রধান অতিথি হিসেবে ওই মিছিল-শোভাযাত্রার নেতৃত্বে দেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।
বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ওই আনন্দ মিছিলে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে স্লোগানে গোটা এলাকা মুখরিত করে বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক গোলাম হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ করিম লাভলুর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক রণজিৎ কুমার বাড়ৈ। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ শিল্পী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (অব.) আনসার উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহে আলম সিকদার, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা কাইয়ুম খান প্রমুখ।
এসময় বক্তারা বাবুগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী এই বিদ্যালয়টি সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় অষ্টম ও দ্বাদশ স্থানসহ বিভিন্ন সময়ে গৌরবোজ্জ্বল ফলাফল অর্জন করে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবদুস সালাম মাহমুদ ও এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গোলাম মাহবুবসহ বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টায় গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি সরকারিকরণের অনুমোদন (জিও) লাভ করে।
উল্লেখ্য, উপজেলার ঐহিত্যবাহী এই বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে একসময়ে শিক্ষকতা করতেন প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। এছাড়াও বরিশালের বরেণ্য শিক্ষাবিদ এম.এ গফুর মোল্লা দীর্ঘদিন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। প্রতিষ্ঠার পরে বিদ্যালয়টি টিকে থাকা ও সফলতার নেপথ্যে সাবেক প্রধান শিক্ষক এম.এ গফুর মোল্লার অক্লান্ত পরিশ্রম এবং প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব খানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। #
বরিশালের খবর