নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গোপালগঞ্জ সদর উপজেলার তালা গ্রামের বালু ঘাটে মধুমতি নদীতে বালুবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকরা হলেন- ভোলার বাসিন্দা বিল্লাল সুকানী এবং মো. রিপন। তাদের উদ্ধারে কাজ করছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল অ্যান্ড ডিফেন্সের কর্মীরা। ট্রলারে তিনজন শ্রমিক ছিল, তাদের মধ্যে একজন বের হতে সক্ষম হন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের প্রধান নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতের বেলায় জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকেন।
শনিবার রাতে ভাটার সময় বালুভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের অংশ (কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তিনজন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হয়।
লিড নিউজদেশের খবর