নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গোপালগঞ্জের মধুমতি নদীতে বালুবাহী ট্রলারডুবির ঘটনায় নিহত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ রোববার (১৭ জানুয়ারি) বিকেলে নিখোঁজ হওয়া ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর গ্রামের আব্দুর গণি চৌকিদারের ছেলে রিপন চৌকিদারের (২৩) মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
গোপালগঞ্জ সদর থানার অন্তর্গত গোপীনাথপুর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার সাংবাদিকদের বলেন, খোঁজা-খুঁজির একপর্যায়ে ডুবন্ত ট্রলারটির কেবিন থেকে রিপনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে তার পবিবারের কাছে হস্তান্তর করা হলেও আরেকজন নিখোঁজ শ্রমিককে পাওয়া যায়নি। আজকের মতো উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে। আগামীকাল আবার যথাসময়ে উদ্ধার কাজ পরিচালনা শুরু হবে।
শনিবার রাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে বালু বোঝাই করে ‘এমভি শেখ পরিবহন’ একটি ট্রলার টেকেরহাটের উদ্দেশে ছেড়ে যায়। রাতে গোপালগঞ্জের তালাঘাটে এসে নোঙর করে রাখে। তিনজন শ্রমিক ওই ট্রলারে ঘুমিয়েছিলেন। অতিরিক্ত বালু বোঝাইয়ের কারণে এবং ভাঁটার সময়ে পানি কমে যাওয়ায় ভোরে ট্রলারটি একপাশে কাঁত হয়ে পানিতে ডুবে যায়। এ সময় দুইজন শ্রমিক নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।
বিভাগের খবর, ভোলা