৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বাল্যবিয়ের আয়োজনে ২ জনের জেল-জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৫ অপরাহ্ণ, ০৩ অক্টোবর ২০১৬

বরগুনা: বরগুনায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের মাকে এক হাজার টাকা জরিমানা ও ছেলের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কনের মা রুবাইয়া (৩৫) ও বরের বাবা ইসাহাক চৌকিদার।

পুলিশ জানান, বিকেলে বরগুনা সদর উপজেলার ছয় নম্বর বুড়িরচর ইউনিয়নের শামসুল আলমের মেয়ে সুরাইয়া (১৬) ও সাত নম্বর ঢলুয়া ইউনিয়নের পার্বতী গ্রামের ইসাহাক চৌকিদারের ছেলে রুমানের সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে অভিযান চালিয়ে কনের মা ও বরের বাবাকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন