বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, ১৩ অক্টোবর ২০১৬
বরগুনা: বরগুনার পাথরঘাটায় বাল্যবিয়ের দায়ে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে পাথরঘাটা’র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামের মো. রাসেল ও বরগুনা সদর উপজেলার চরমাইঠা এলাকার আ. রাজ্জাক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও নেছার উদ্দিনের মেয়ে কারিমার সাথে বরগুনা সদরের মো. শহিদ খানের ছেলে মো. সুমনের (২০) বিয়ের প্রস্তুতির চলছিলো।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বিবাহস্থলে উপস্থিত হলে কারিমার ফুফা আ. রাজ্জাক ও চাচাতো ভাই মো. রাসেল নিজেদেরকে তার অভিভাবক হিসেবে দাবি করে। পরে তাদের দু’জনকেই বাল্যবিয়ে নিরোধ আইনের ধারায় ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।