বাসদের উদ্যোগে ৩ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। রাজনৈতিক দলটির জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে এতসংখ্যক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
বরিশাল নগরীর ফকিরবাড়িস্থ কার্যালয়ে জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী একে একে তিন শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী এবং ২৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শাহীন শরীফ প্রমুখ।
নারীনেত্রী মনীষা চক্রবর্তী বলেন, প্রতিবছরই শীতে তাদের সংগঠন এই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবারও তিন শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র দেওয়া হয়েছে।’
বরিশালের খবর, বিভাগের খবর