৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০১৬

বরিশাল: বরিশাল নগরীর রুপাতলীতে বাসের ধাক্কায় রিয়াজ (২২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় পটুয়াখালী-বরিশাল সড়কের রুপাতলীর লিলি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ বাকেরগঞ্জ উপজেলার বিরাঙ্গল এলাকার হেমায়েত তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে রিয়াজ অটোরিকশাটি রাস্তার পাশে রেখে লাইট ঠিক করছিলেন। এ সময় বরিশাল থেকে বাকেরগঞ্জগামী একটি লোকাল বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিয়াজ গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত পৌনে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম  জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ওই বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন