বাসে ঘুমন্ত অবস্থায় মারা গেলেন যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ নেতা ইব্রাহিম খলিল মেহেদী (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
রোববার (৪ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুর থেকে ঢাকায় যাওয়ার সময় বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় গাজীপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
ইব্রাহিম খলিল মেহেদী শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুর ছোটভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সোমবার দুপুরে শেরপুর মৈত্রিবাড়ী মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে মোবাইল ফোনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি ও হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতারা।
পরে বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
দেশের খবর