বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:১৩ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: সুনামগঞ্জে বেসরকারি পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে বিআরটিসির কাউন্টারে হামলা ও এক কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের ওয়েজখালীতে এ ঘটনা ঘটে। আহত বিআরটিসি কর্মী নূর উদ্দিন সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি জানান, বিকেলে কাউন্টারে বসে টিকিট বিক্রি করছিলেন। হঠাৎ করেই পার্শ্ববর্তী বাস টার্মিনাল থেকে কিছু শ্রমিক এসে কাউন্টারে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তারা কাউন্টারের চেয়ারগুলো ছুড়ে ফেলে দেয়। বাধা দিতে গেলে তাকে মারধর করে। এরপর বিআরটিসির বাস বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে চলে যায় তারা। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসে।
বিআরটিসির সিলেট ডিপো ম্যানেজার মো. জুলফিকার আলী জানান, কোনো কারণ ছাড়াই পরিবহন শ্রমিকরা সুনামগঞ্জের কাউন্টারে ঢুকে এক কর্মীকে মারধর করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সিলেট-সুনামগঞ্জ সড়কে ছয়টি করে ট্রিপ দেয়া হয়। যেদিন যাত্রীর চাপ বেশি থাকে, সেদিন আরও এক বা দুটি বাড়তি ট্রিপ দেয়া হয়। এ কারণে একটি মহল বিআরটিসির বাস চলাচলে বাধা দিচ্ছে।
সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি, এটি সাজানো। আমাদের হয়রানি করার জন্য এটি সাজানো হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে আমরা কেন হামলা চালাব?
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।