৬ িনিট আগের আপডেট রাত ৯:৬ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বিএনপিকে স্বপ্ন দেখা ভুলে যেতে বললেন বাণিজ্যমন্ত্রী

বরিশালটাইমস রিপোর্ট
১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮

বিএনপিকে উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা তত্ত্বাবধায়ক সরকার ও সহায়ক সরকারের স্বপ্ন দেখেন, তারা সেই স্বপ্ন ভুলে যান। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নেই।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোলার বাংলাবাজারে ফাতেমা খানম কলেজের মিলনায়তনে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যদি কেউ আন্দোলনের নেমে অরাজকতা করার চেষ্টা করে, তা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, নির্বাচনকালে সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় না এলে স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা আমরা প্রতিস্থাপন করতে পারতাম না। আওয়ামী লীগ যদি ২০০৯ সালে সরকার গঠন না করত, তা হলে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের বিচার হতো না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এই বিচার কখনো হতো না। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়।

তোফায়েল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভোলার চেহারা পাল্টে যাবে। ভোলা হবে সিঙ্গাপুর। ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। গ্যাসের ওপর ভিত্তি করে অনেক শিল্প-কলকারখানা গড়ে উঠবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন প্রমুখ।

ভোলা

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ  ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হবে খেলার মাঠ  বয়স্ক ভাতা বাড়ল ১০০, বিধবায় ৫০  ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমেছে  সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুজনকে পাঁচ লাখ টাকা জরিমানা, তিনজনকে কারাদণ্ড  ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর  বরিশাল সিটি নির্বাচন: সাধারণ-সংরক্ষিত আসনে লড়বেন স্বামী-স্ত্রী  যৌতুক না পেয়ে সন্তান রেখে স্ত্রীকে তাড়িয়ে দেওয়া স্বামী কারাগারে  তরুণ-তরুণীদের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা  দাম বাড়বে সিগারেটের