বিএনপি’র বরিশাল বিভাগীয় সমাবেশে সফল করার জন্য বাউফলে জাসাস নেতার গনসংযোগ
মোঃ জসীম উদ্দিন,বাউফল ( পটুয়াখালী): আগামী ৫ই নবেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণ সমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষে পটুয়াখালীর বাউফল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দে গণসংযোগ অব্যহত রয়েছে।
গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার ধুলিয়া ইউনিয়নের রাবাইর বাজার এলাকায় সন্ধা ৭ ঘটিকার সময় গণসংযোগ ও লিফটের বিতরন করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) কেন্দ্রীয় কমিটির নেতা আব্দুল কাইউম মৃধা।
গণসংযোগ শেষে ওই জাসাস নেতার নেতৃত্বে বিএনপির নেতা কমীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা, দ্রব্যমূল্যের দাম লাগামহীন বৃদ্বির প্রতিবাদে মশাল মিছিল করা হয়। এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে সকল বাধা উপেক্ষা করে এ উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতা কর্মী অংশ নিবেন বলে জানিয়েছেন।
পটুয়াখালি, বিভাগের খবর