বার্তা পরিবেশক, অনলাইন::: একদিনের ব্যবধানে ফের জরুরি বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
বিকাল ৪টায় রাজধানীর গুলশানস্থ দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসছে দলটি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ ডিসেম্বর একদাশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কি ধরণের কর্মসূচি দেয়া হবে সে বিষয়ে আলোচনা হবে।
এছাড়া ধারণা করা হয়েছে, রোববার ভিপি নুরের ওপর হামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
এদিকে সোমবার সকাল সাড়ে ১০টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। সেখান থেকে কর্মসূচি দেয়ার সম্ভাবনা রয়েছে।
রাজনীতির খবর