বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলার মানুষ একবার গণতন্ত্রের জন্য মাঠে নামলে বুঝবেন তখন কার শক্তি কতটুকু। নির্বাচন আসুক তখন সেটা প্রমাণ হবে।
আমরা জানি এ সরকার কোন সমঝোতায় আসতে চাইবে না। তবুও আমরা চাইবো আগামী নির্বাচন যেন নির্দলীয় নিরপেক্ষ ও অবাধ-সুষ্ঠু হয়। সরকার একদলীয় নির্বাচন করার জন্য নানা কৌশল করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, আমাদেরকে ব্যস্ত রাখা।
শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজুর ইউপির নিজ বাসভবনে উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিমের সভাপতিত্বে আমান মওদুদ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করে যাবে, নির্বাচনেও অংশ নেবে। ভোটের অধিকার আদায়ে বিএনপি রাস্তায় নামবে এবং সারা বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নামবে তখন দেশের রাজনৈতিক চিত্র পাল্টে যাবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি’র মত একদলীয় কোন নির্বাচন বাংলাদেশে আর হবেনা।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, এটা কি ধরণের গণতন্ত্র এটা কি ধরণের রাজনীতি। আমি এলাকায় আসলেও কোন এলাকায় ইউনিয়নে,ওয়ার্ডে যেতে পারিনা। আমরা একটা ঘরোয়া বৈঠক করতে পারিনা। প্রশাসন থেকে বলেছে তারা আমাদের কে কোন সভা করার অনুমতি দেবেনা। উপর থেকে হুকুম আছে এখানে বিএনপি কে রাস্তায় নামতে দেওয়া হবে না। আমান মওদুদ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন হাসনা জসিম উদ্দিন মওদুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,পৌরসভা যুবদলের সভাপতি শওকত হোসেন সগির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টিপু,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাভেল প্রমুখ।
শিরোনামজাতীয় খবর