বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না: জয়নুল আবেদীন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনুষ্ঠিতব্য বরিশালের গণসমাবেশ হবে সরকার পতনের সমাবেশ। বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না।
আজ শনিবার অপরাহ্নে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির এনেক্স ভবনে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভায় প্রধান বক্তা হিসেবে জয়নুল এ কথা বলেন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশ সফলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘সরকারের ব্যর্থতা আজ নিত্যপণ্য, জ্বালানি তেল-গ্যাসের দাম বেড়েছে। জনগণের অধিকার আদায়ে এই কালো কোর্টওয়ালারা যদি একবার রাস্তায় নামে তবে কোনো সরকারই ক্ষমতায় থাকতে পারবে না।’
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ জে মোহাম্মদ আলী ও বিশেষ অতিথি ছিলেন মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব গাজী কামরুল হাসান সজল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন। বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বেেএবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেছে মহানগর শ্রমিক দলের নেতারা।’
শিরোনামবরিশালের খবর