বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ২৯ এপ্রিল ২০১৭
সদ্যঘোষিত বরিশাল মহানগর ও জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিএনপি কার্যালয়ে পদবঞ্চিতদের মারা তালা ভেঙে ফেলেছে নতুন কমিটির নেতাকর্মীরা। এদিকে শনিবার রাতে জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের নেতৃত্বে এই উদ্যোগ নেয়া হয়।
পরে নেতাকর্মীরা সংগঠনের কার্যালয়ে দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে আলোচনা করেন বলে শোনা গেছে। এবং বিক্ষুব্ধদের তালা মারার বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিষয়টি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে তাৎক্ষণিক অবহিত করেছেন।”