১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

‘বিএনপি নির্বাচনে গেলে ২৫ আসনও পাবে না আ’লীগ’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৪ অপরাহ্ণ, ২০ অক্টোবর ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগ ২৫টি আসনও পাবে না। ভরাডুবি হবে জেনেই বিএনপিকে তারা নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। শুক্রবার গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘সরকার নির্বাচনে যত ধরনের কারচুপি, কারসাজি করা যায়, তার সব চেষ্টাই করে যাচ্ছে। বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দূরে রাখতে চাইছে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনকালীন সহায়ক সরকার চাই। প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব দিতে হবে। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘শত শত নেতাকে গুম করেছে এই সরকার। আজকে তরুণ প্রজন্মের নেতা তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন, সঙ্গে বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, ‘যতদিন দেশনেত্রী আছেন, তারেক রহমান আছেন, একজনও গণতন্ত্রের মানুষ আছেন, ততদিন সরকারের এই ষড়যন্ত্র সফল হবে না।’

গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়াচালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠে উপজেলা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্ব এই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নান, প্রয়াত হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, হাসান উদ্দীন সরকার, উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা প্রমুখ বক্তব্য রাখেন।

স্মরণসভার আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন