আবারও পদ ছাড়তে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে তাগিদ দিয়েছে হাইকমান্ড। একাধিক পদধারী এই নেতা অচীরে বরিশাল মহানগর সভাপতির পদটি না ছাড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলত সিদ্ধান্তে যাবে কেন্দ্র।
এ জন্য তাকে সকল পদ থেকে পদত্যাগ করে একটি পদে থেকে পদত্যাগ করে দলের কেন্দ্রীয় দপ্তরে চিঠি পাঠাতে বলা হয়েছে। ৫ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’’
বিএনপির কেন্দ্রীয় সূত্র জানায়- একাধিক পদধারী নেতাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। শেষ সুযোগ হিসেবে একাধিক পদধারী ১৯ নেতাকে চিঠি দেয়া হয়েছে। তাদের যে কোনো একটি পদ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’’ যাদের মধ্যে বরিশাল বিএনপি কর্ণধর অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারও রয়েছেন।’
দলীয় সূত্রে জানা যায়- দলের হাইকমান্ড মনে করে, সামনে দলের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। এ অবস্থায় একাধিক পদ আঁকড়ে থাকার সুযোগ নেই।
যারা ৫ এপ্রিলের মধ্যে এক পদ রেখে বাকি পদ থেকে পদত্যাগ না করবেন তাদের ব্যাপারে সাংগঠনিক রীতি অনুযায়ী সিদ্ধান্ত দেয়া হবে।
বিএনপির তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান বলেন- দ্রুতই নির্বাহী কমিটির শূন্যপদে নিয়োগ দেয়া হবে। যারা দলের একাধিক পদে রয়েছেন তাদের চিঠি দেয়া হয়েছে। ওইসব নেতার সিদ্ধান্ত জানার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। একই সঙ্গে যারা জেলা বা মহানগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাদের পদে নতুনদের দায়িত্ব দেয়া হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও জেলা বা মহানগর কমিটিতে ৬১ নেতা একাধিক পদে ছিলেন। একাধিক পদ ছাড়তে গত বছরের ১৬ অক্টোবর পর্যন্ত মৌখিকভাবে নেতাদের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। সর্বশেষ ৪২ নেতা একটি রেখে বাকি পদ ছেড়ে দেন। কিন্তু ১৯ নেতা তাদের কোনো মতামত কেন্দ্রকে জানাননি।
দপ্তর সূত্রে জানা যায়- খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।
যাদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান পটুয়াখালী জেলা সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোটে মজিবর রহমান সরোয়ার।
সিন্ডিকেট ভেঙে নতুন নেতৃত্ব তৈরির সুযোগ করে দিতে গত কাউন্সিলে ‘এক নেতার এক পদ’ বিধান রেখে বিএনপির গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়। দলের এ সিদ্ধান্তকে প্রায় সব নেতাকর্মীই স্বাগত জানান। কিন্তু ‘রাজত্ব হারানো’র শংকায় পড়েন দীর্ঘকাল বিভিন্ন এলাকায় আধিপত্য বজায় রাখা কিছু নেতা।
তারা প্রত্যাশা করেছিলেন শেষ পর্যন্ত বিশেষ বিবেচনায় কেন্দ্রে ও তৃণমূলে তাদের ‘রাজত্ব’ ধরে রাখতে পারবেন। এজন্য একাধিক পদ ছাড়তে প্রথম থেকেই গড়িমসি শুরু করেন তারা।
জানতে চাইলে মজিবর রহমান সরোয়ার বরিশালটাইমসকে বলেন- আমি কেন্দ্র এবং মহানগর দুই জায়গাতেই থাকতে চাই। দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবেন সেটা আমি মেনে নেব।’’
শিরোনামখবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর