বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ০৩ মার্চ ২০১৭
বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারসহ তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয় জেলার নেতারা।
বহিষ্কৃত অপর দু’নেতা হলেন- উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাচান বালী ও পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার।
শুক্রবার রাতে জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাছাড়া বহিষ্কার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকা অফিসে প্রেরণ করা হয়।
এতে বলা হয়েছে- বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীরা লিখিত অভিযোগ দিয়েছেন। জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত ও মৌখিকভাবে সংশোধনের জন্য বলা হলেও তারা শোধরাননি। সর্বশেষ গত ২ মার্চ বানারীপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে সভা করে বিপক্ষে অবস্থান নিয়েছেন।
সংগঠন বিরোধী এসব কর্মকান্ডের কারনে তাদেরকে স্ব-স্ব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মল্লিককে। এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত পৌর বিএনপির সভাপতি গোলাম মাহমুদ বলেন- বহিষ্কারের ব্যাপারে আমরা কিছুই জানিনা।