৯ িনিট আগের আপডেট সন্ধ্যা ৬:১৬ ; মঙ্গলবার ; সেপ্টেম্বর ২৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বিএনপি সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হেরেছেন: নাসিম

বরিশালটাইমস রিপোর্ট
১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে প্রতিনিধি পাঠিয়েছিল বিএনপি, বিএনপি সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে তিনি এ ক্ষেত্রে কোন প্রার্থীর নাম উল্লেখ করেন নি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত সদস্যদের জেলা আওয়ামী লীগ ওই সংবর্ধনা দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে মন্তব্য ছাড়াও নিজ দলের রাজনীতি সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়নে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে আবারও রাজাকারের দেশ হিসেবে পরিণত করবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২০১৯ সালের নির্বাচন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে আসেন, খেলা হবে নির্বাচনী মাঠে। জ্বালাওপোড়াও করে কোনো লাভ হবে না এই দেশে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বিএনপি প্রতিনিধি পাঠিয়েছিল। বিএনপি সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন। আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গেছেন ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন। ভোট শেষে এখন পর্যন্ত পাওয়া ৫২২টি ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৯০ ও হিলারি ২৩২টি। মোট ৫০ অঙ্গরাজ্যের মধ্যে কেবল মিশিগান রাজ্যের ফল ঘোষিত হয় নি এখনও, মিশিগানে ১৬ টি ইলেকটোরাল ভোট রয়েছে।

সদ্যসমাপ্ত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পুনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান হোসেন মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল খালেক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মেরিনা জাহানকে আজ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংসদ হাবিবে মিল্লাত, সাংসদ ম ম আমজাদ হোসেন, সাংসদ আবদুল মজিদ মণ্ডল, সাংসদ তানভীর ইমাম, সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতিদের মধ্যে আবু ইউসুফ, সিরাজুল ইসলাম খান, কে এম হোসেন আলী প্রমুখ।

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  মুখোমুখি শাহরুখ-প্রভাস: একই দিনে মুক্তি পাবে ‘ডাঙ্কি’-‘সালার’  তামিম ইকবাল থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে!  প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন: এমপি শাওন  মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  সিজার টেবিল থেকে জীবন বাঁচাতে ওসির দরজায়  বরগুনায় হৃদয় হত্যা: ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা  ছাত্রলীগ নেত্রীর বক্তব্যে ক্ষুব্ধ রাবির ভিসি, প্রো-ভিসি  বরিশালে ২৪ ঘণ্টায় ভর্তি ৪০৭ ডেঙ্গুরোগী, মৃত্যু ৩  গণপিটুনির ভয়ে ৯৯৯ এ কল করে পুলিশ পাঠাতে বলল চোর  নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে : ইসি আনিছুর