বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৩৫ অপরাহ্ণ, ০৭ মে ২০১৬
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মে সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১১টায় রাজধানীর কমলাপুরস্থ কার্যালয়ে স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সংগঠনের সভাপতি এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি আবুল হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য শাহজাহান মন্ডল, আমিনুল ইসলাম আহাদ, আলাউদ্দিন জালাল ও আবু তাহের প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠিতব্য কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও জেলা উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে। সভায় সংগঠনের উন্নয়নকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।