বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে আন্দোলকারীরা কলেজ অধ্যক্ষকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁর চেয়ার সারিয়ে ফেলে।
কলেজের সমাজ কর্ম বিভাগের ছাত্র মো. সায়েম বলেন- এখন থেকে ১৫ বছর আগে সর্বশেষ বাকসু নির্বাচন হয়েছিল। আর ৫ বছর হয়েছে অস্থায়ী কর্ম পরিষদের মাধ্যমে চলছে বাকসুর কার্যক্রম। এই অস্থায়ী কর্ম পরিষদ ৩ মাসের জন্য গঠন করা হয়েছিল। তাই এই কর্ম পরিষদ অবৈধ এবং নেতাদের কলেজে পাওয়া যায় না বলে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে বেগ পেতে হয়।’’
এজন্য তাঁরা আন্দোলন করছেন অবিলম্বে বাকসু নির্বাচনের দাবিতে। যে প্রতিনিধি ছাত্রদের দ্বারা নির্বাচিত হয়ে তাঁদের কথা বলবে। এসময় সমাজ কল্যাণ বিভাগের আরেক ছাত্র সৈয়দ আলিফ বলেন, মেয়াদ উত্তীর্ণ কর্ম পরিষদের নেতারা তাঁদের সুবিধা নিতে পদ দখল করে আছেন। ফলে সাধারণ ছাত্রদের কোন কাজই হয়না।’’
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ সম ইমানুল হাকিমকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁর চেয়ার সরিয়ে ফেলে।’’