বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কলেজ ক্যাম্পাসে এ মশাল মিছিল বের হয়।
কলেজ ভিত্তিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে শত শত শিক্ষার্থীরা মশাল হাতে বাকসু নির্বাচন দাবিতে শ্লোগান দেয়। এর আগে বিএম কলেজের প্রথম গেটের সামনে থেকে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং ক্যাম্পাসের সামনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশে পরিনত হয়। মশাল মিছিল পরবর্তী বিএম কলেজ অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম’র বাস ভবনের সামনে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তাঁরা অবিলম্বে বাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি রাখেন।’’
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর