বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। সোমবার দুপুরে সরকারি বিএম কলেজের জীবনানন্দ দাশ চত্বরে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এ ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডর চেয়ারম্যান মু. জিয়াউল হক, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম প্রমুখ।
বরিশাল সিটির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম জাকির হোসেনের আয়োজনে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ ব্রজমোহন কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক তার বক্তব্যে ব্রজমোহন কলেজকে ফ্রি ওয়াইফাই জোনের মধ্যে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর