বরিশাল: বরিশালে বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠচক্রের উদ্যোগে পাঠক স্বেচ্ছাসেবক পুনর্মিলনী, সাহিত্য আড্ডা ও সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিএম (বজ্রমোহন) বিদ্যালয় মিলনায়তনে ওই সাহিত্য আড্ডা ও পথশিশু নিয়ে ওই ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সাহিত্য আড্ডার আলোচনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ, বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, অধ্যাপক লুৎফে আলম, কবি নাজমুল হোসেন আকন, ড. মনন অধিকারী, অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক তপন কুমার বৈরাগী, প্রভাষক আমিনুর রহমান শামীম, বিএম স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাংবাদিক ইব্রাহিম মাসুম প্রমুখ।
ওই সাহিত্য আড্ডায় এসময় অতিথি ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল ও বরিশাল কলেজসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। পরে পাঠক-স্বেচ্ছাসেবক ও সুবিধাঞ্চিত শতাধিক পথশিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর