২ িনিট আগের আপডেট বিকাল ৫:৫২ ; রবিবার ; ডিসেম্বর ১০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

বরিশালটাইমস রিপোর্ট
৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

ঝালকাঠি: ঝালকাঠিতে বিজয় দিবসের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যোগদিতে এসে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণ শেষে শুক্রবার সকালে সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দীঘির পাশ ফেলে গেছে পথচারিরা ধর্ষিতা স্কুলছাত্রীকে উদ্ধার করলে স্বজনরা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছে বলে অভিযোগে জানা গেছে।’

ধর্ষিতার স্বজন ও স্থানীয়রা জানায়- বৃহস্পতিবার বিদ্যালয়ে বিজয় দিবসের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যোগদিতে সে সকাল ৮টার দিকে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর কেওড়া গ্রামের মৃত দুলু মিয়ার বখাটে পুত্র মিরাজ হোসেন ও তার সহযোগিরা চেতনা নাশক স্প্রে দিয়ে ওই ছাত্রীকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়।’

পরে তাকে কেওড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দীঘির পাশে নির্জন স্থানে তুলে নিয়ে যায়। সেখানে মিরাজ তাকে ধর্ষনের এক পর্যায়ে গুরুতর অসুস্থ্য হয়ে সে অচেতন হয়ে পড়ে।

অচেতন অবস্থায় তাকে রাতভর ধর্ষণের পর ধর্ষক মিরাজ ও তার সহযোগিরা গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার সকালে তাকে নির্জন স্থান ফেলে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয় একজন পথচারি তাকে দেখে আশেপাশের লোকজনকে ডাকলে তাদের মধ্যে একজন তার বড়ভাইর মোবাইল ফোন কল করে বিষয়টি জানায়।

পরে স্বজনরা সেখানে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। তবে বৃহস্পতিবার স্কুল থেকে ছাত্রীটি বাড়ী ফিরে না আসলে তার পরিবারের সদস্যরা সম্ভব সব স্থানে খোজখবরের পর তার বড়ভাই ঝালকাঠি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা বৃহস্পতিবার রাতেই পুলিশকে অবগত করেন বলে জানান।
শুক্রবার সকালে ধর্ষিতাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তির পর খবর পেয়ে পুলিশ হাসপাতালে ধর্ষিতা স্কুল ছাত্রীকে দেখতে আসে। ঘটনার পর থেকে বখাটে মিরাজ হোসেন ও তার সহযোগিরা আত্মগোপনে রয়েছে বলে জানাযায়।

এ ব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম এম মাহামুদ হাসান জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে । তবে এ রিপোর্ট লেখার সময় শুক্রবার রাত ৯টা পর্যন্ত ধর্ষিতার পরিবার থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল জানান।

খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর

আপনার ত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  এখন গুম-খুন সচরাচর দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী  পিরোজপুরে গভীর রাতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা  পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ২ কৃষকের  বরিশালে বিএনপির মানববন্ধন, দফায় দফায় পুলিশের ধাওয়া  বানারীপাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৯তম জন্মদিন উদযাপন  বরিশাল-২ আসনে চলছে ভোটের আগে জোটের লড়াই  বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়ার ইন্তেকাল  মঠবাড়িয়ায় পাঁচ সংগ্রামী নারী পেল শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা  বিএনপি-পুলিশ সংঘর্ষে ২ সাংবাদিক ‘গুলিবিদ্ধ’, আহত ৪০  পাকিস্তানে দুর্নীতির শীর্ষে রয়েছে পুলিশ