বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০১৬
বরিশাল: মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিএম কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সন্ধানী ডোনার ক্লাব বিএম কলেজে শাখা ও কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. আবদুল মোতালেব হাওলাদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এমএম তারিকুজ্জামান, বিএম কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষার, ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ মুন্না, নূর আল আহাদ সাইদীসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।