আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উজিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর এলাকার উজিরপুর বন্দর সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহম্মেদুল কবির বিপ্লব মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মো: পনির খান, যুগ্ম সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান, ওটরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: কামরুজ্জামান টুলু, জল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান, যুবদল নেতা মো: মনির হোসেন, মো: হেমায়েত উদ্দিন, মো: সোহাগ ফকির, মো: সজিব মোল্লা প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদল নেতা মো: রেজাউল মোল্লা, মো: ফারুক সিকদার ও মো: ইকবাল হোসেনসহ অসংখ্য নেতাকর্মী।
সভায় নেতাকর্মীরা মহান বিজয় দিবসের তাৎপর্য্য তুলে ধরে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর ঘোষণা দেন।
বরিশালের খবর