২ িনিট আগের আপডেট সন্ধ্যা ৭:৪০ ; মঙ্গলবার ; সেপ্টেম্বর ২৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বিতর্কিত রাজাকার তালিকা প্রত্যাহারসহ মুক্তিযোদ্ধা মন্ত্রীর পদত্যাগ দাবি

বরিশালটাইমস রিপোর্ট
২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের রাজাকার তালিকা স্থগিত নয়, প্রত্যাহারের দাবি জানিয়ে গেজেটভূক্ত মুক্তিযোদ্ধার সন্তান বরিশাল জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেছেন, ওই তালিকা প্রকাশের দায়-দায়িত্ব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকেই নিতে হবে। একই সাথে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের রাজাকার তালিকাভূক্তির দায় নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল নগরীর ফকির বাড়ি রোডে বাসদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. মনিষা বলেন, রাজাকার তালিকা নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্টমন্ত্রীর পরস্পরের দোষারোপের বক্তব্য দুই মন্ত্রণালয়েরই অযোগ্যতা এবং অদক্ষতার বিষয়টি স্পস্টভাবে ফুটে উঠেছে। এর দায় প্রধানত মুক্তিযোদ্ধা মন্ত্রীকেই নিতে হবে এবং অবশ্যই তার পদত্যাগ করতে হবে।

এদিকে এই তালিকা প্রণয়নের জন্য বরাদ্দ হওয়া ৬০ কোটি টাকার হিসাব জনগণের সামনে উপস্থাপনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তান মনিষা। তিনি বলেন, দুই মন্ত্রীই বলেছেন, এই তালিকা প্রণয়নে দুই মন্ত্রণালয়ে শুধু পেনড্রাইভ চালাচালি এবং একটা প্রিন্ট আউট হয়েছে। বরাদ্দের ৬০ কোটি টাকা কোথায় কীভাবে খরচ হলো তা জাতির সামনে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

একই সাথে নতুন করে যদি আমলা নির্ভর বা দলীয় তথ্য নির্ভর হয়ে একটি ঘরে বসে রাজাকার তালিকা করা হয় তাহলে আবারও বিতর্ক সৃষ্টির আশঙ্কা করেন ডা. মনিষা। তাই জীবিত মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি কমিশন গঠনের মাধ্যমে রাজাকারের নতুন তালিকা প্রকাশের দাবি জানান গেজেটভূক্ত মুক্তিযোদ্ধার সন্তান প্রগতিশীল রাজনীতিক ডা. মনিষা চক্রবর্তী।

এ সময় জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনসহ বাসদের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নতুন মহামারির আশঙ্কা, মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের  বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময়  আগ্নেয়াস্ত্রসহ ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  পটুয়াখালীতে শিশুর মরদেহে লবণ মাখিয়ে মাটিচাপা দিয়েও হলো না শেষরক্ষা  মুখোমুখি শাহরুখ-প্রভাস: একই দিনে মুক্তি পাবে ‘ডাঙ্কি’-‘সালার’  তামিম ইকবাল থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে!  প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন: এমপি শাওন  মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  সিজার টেবিল থেকে জীবন বাঁচাতে ওসির দরজায়  বরগুনায় হৃদয় হত্যা: ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা