বার্তা পরিবেশক, অনলাইন:: বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বেশ কিছুদিন ধরে জল ঘোলা হচ্ছে। ২০২০ সালের জানুয়ারির শেষদিকে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাওয়ার কথা টাইগারদের।
তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেখানে শুধু টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর টেস্ট খেলতে ইচ্ছুক নিরপেক্ষ ভেন্যুতে। তবে তাতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের ওপর বেজায় চটেছেন বোর্ডটির চেয়ারম্যান এহসান মানি, পাক প্রধান কোচ মিসবাহ-উল হক এবং টেস্ট অধিনায়ক আজহার আলিও।
পরিপ্রেক্ষিতে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন পাক সিরিজ নিয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তিনি বলেন, পাকিস্তান সফরের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সিরিজ নিয়ে আমরা এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি।
বিসিবি প্রধান বলেন,দেখুন পাকিস্তানে যেতে আমরা কাউকে জোর করতে পারি না। সবার আগে বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার এবং কোচিং স্টাফদের নিয়ে ভাবতে হবে আমাদের।
পাপন জানান, পাকিস্তানের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু বিদেশি কোচিং স্টাফ নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন সেখানে গেলেও খুব অল্প সময়ের জন্য যাবেন।
তিনি বলেন, আমাকে বেশ কয়েকজন ক্রিকেটার এবং কোচিং স্টাফ জানিয়েছেন তারা পাকিস্তানে যেতে আগ্রহী নয়। আর কয়েকজন জানিয়েছেন সেখানে গেলেও স্বল্প সময়ের জন্য যাবেন।
তবে বিসিবি বস নিশ্চিত করেছেন টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। কিন্তু টেস্ট অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে। দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফের কেউই দীর্ঘসময় সেখানে যেতে চায় না। এখন পর্যন্ত দেশটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে যেতে প্রস্তুত তারা।
খেলাধুলার খবর