বরিশাল: বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএম জিয়াউদ্দিন মিলু (৫০) নামে জনতা ব্যাংকের এক এক্সিকিউটিভ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএম জিয়াউদ্দিন মিলু বরিশাল নগরের কাউনিয়া বিসিক রোডের বাসিন্দা ও নগরের চকবাজার শাখা জনতা ব্যাংকের এক্সিকিউটিভ কর্মকর্তা (কার্যনির্বাহী কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি জনতা ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের বিভাগীয় কমিটির সভাপতি ছিলেন।
তিনি মুলাদী এলাকার বাসিন্দা হলেও বরিশাল নগরের কাউনিয়া বিসিক রোডে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন।
জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকাল পৌনে ১১টার দিকে নিজ বাসায় বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জিয়াউদ্দিন মিলু। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর