সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সংযোগ পেলো ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জন্মভিটায় থাকা তার দাদির। ৪ নভেম্বর দ্রুত ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ লাইন সংযুক্ত করে যায় স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা। মিরাজের আউলিয়াপুরের বাড়িতে থাকা স্বজনরা জানিয়েছে একদিনের মধ্যে বিদ্যু সংযোগ দিয়ে গেছে। এখন তাদের ঘরে বিদ্যুতের আলো।
ওদিকে বাকেরগঞ্জের বাড়িতে এসেছেন মিরাজের পিতা জালাল হোসেন তালুকদার। এ সংবাদ জানতে পেরে বাকেরগঞ্জ উপজেলার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা এবং স্থানীয়রা তাকে স্বাগত জানায়। ছবি তুলে পোস্ট করে ফেসবুকে।
উল্লেখ্য, ১২ হাজার টাকা ঘুষ দিয়েও বিদ্যুৎ পায়নি মিরাজের দাদি এ সংক্রান্ত একটি সংবাদ ৩ নভেম্বর প্রকাশ পায়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বিদ্যুৎ কর্তাদের। একদিন না পার হতেই সংযোগ দিয়ে আসে তারা।
টাইমস স্পেশাল, বিশেষ খবর