৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা, আহত ৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ২০ মার্চ ২০১৬

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন রানার ওপর হামলা করেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকরা।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিটি কিন্ডারগার্টেন কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলায় মেয়র প্রার্থী আফজালসহ অন্তত ৫জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্য ও এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং আহত আফজাল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়রপ্রার্থী আফজাল হোসেন কেন্দ্র পরিদর্শনে এসে পিস্তল বের করেছেন- এমন গুজব ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ প্রার্থী লিয়াকত আলী তালুকদারের সমর্থকরা তার উপর হামলা চালায়।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রিটার্নিং অফিসার মিজানুর রহমান জানান, আধা ঘণ্টা বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

32 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন