বিনামূল্যে দুইশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি: ‘মানব সেবা উত্তম ইবাদত’ এ স্লোগানে ভোলার চরফ্যাশনে ‘মানবতার পাশেই আমরা সেচ্ছাসেবী সংগঠন’ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে। রোববার দিনব্যাপী উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের মোতালেব মিয়ারহাট এলাকায় বিনামূল্যে দুইশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি।
এসময় সংগঠনের প্রতিষ্ঠতা পরিচালক মোহাম্মদ ইলিয়াস, ভোলা জেলা শাখার সভাপতি সাখাওয়াত সিকদার, সাধারণ সম্পাদক সাগর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত ও রেদোয়ান উসমানীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবতার পাশেই আমরা সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠতা পরিচালক মোহাম্মদ ইলিয়াস জানান, এ সংগঠন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিঃস্বার্থবানভাবে কাজ করে আসছে। তবে আমাদের এ কার্যক্রমে সরকারিভাবে সহযোগিতা পেলে আমরা আরও মানবিক কর্মকা- চালাতে পারবো।
উল্লেখ্য, মহামারী করোনায় জনসাধারকে সচেতন করার লক্ষে বিভিন্নস্থানে বিনামূল্যে মাক্স বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান ও অসহায় মানুষকে সহযোগিতা করাসহ নানাবিধ সামাজিক কর্মকা- পরিচালনা করেছে সংগঠনটি।
বিভাগের খবর, ভোলা