বিনামূল্যে দেড়শত রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিনামূল্যে অন্তত দেড়শত রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন ডা. আমিনুল ইসলাম। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে ক্যাম্পিংয়ের মাধ্যমে দুস্থ, এতিম ও অসহায় রোগীদের এ সেবা প্রদান করেন তিনি।
ডাক্তার আমিনুল ইসলাম মেডিসিন, চর্ম, যৌন-সেক্স, এলার্জি, বাত ব্যথা, নাক-কান, গলারোগ ও ডায়াবেটিস রোগের অভিজ্ঞ চিকিৎসক। তিনি ঢাকা পিজি হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছুটির দিনে ডা. আমিনুল ইসলাম গ্রাম-গঞ্জের অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ডা. আমিনুল ইসলাম বলেন, গ্রাম-গঞ্জের অসহায় মানুষজন শহরে গিয়ে নিজেদের চিকিৎসা করাতে পারছেন না। তাই নিজের অবসর সময়ে এসব রোগীদের চিকিৎসা সেবা প্রদানের যথাসাধ্য চেষ্টা করি।
বিভাগের খবর, ভোলা