বরিশাল জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। এরা হলেন- অ্যাডভোকেট রনজিত সমদ্দার, পেয়ারা ফারুক বক্তিয়ার ও রাজু আহম্মেদ হারুন।
এ বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সংরক্ষিত-১ আসনে অন্য কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত সদস্য প্রার্থী আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক পেয়ারা ফারুক বক্তিয়ার, সাধারণ-১ আসনে কেন্দ্রীয় আওয়ামী আইনজীবী সুপ্রিম কোর্ট শাখার সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সমদ্দার ও সাধারণ-১ আসনে টরকী বন্দর বনিক সমিতির সভাপতি ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা রাজু আহম্মেদ হারুন হাওলাদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।