বিনা প্রতিদ্বন্দ্বিতায় লালমোহন কোঠায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে রিপন মনোনিত
লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোলা জেলা পরিষদ নির্বাচনে লালমোহন উপজেলা কোঠায় সদস্য পদে মনোনিত হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন।
রোববার দুপুরে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ হয়। এপদে লালমোহন উপজেলা থেকে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় আনোয়ারুল ইসলাম
রিপনই হতে যাচ্ছেন জেলা পরিষদ সদস্য। তার পক্ষে প্রস্তাবক ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ এবং সমর্থনকারী
ছিলেন রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এদিকে, আনোয়ারুল ইসলাম রিপন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য মনোনিত হওয়ায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনসহ সংশ্লিষ্ট
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত, জেলা পরিষদে পূর্বে উপজেলা থেকে দুইজন পুরুষ ও একজন মহিলা সদস্য থাকলেও এবার একজন পুরুষ ও একজন
মহিলা সদস্য নেয়া হচ্ছে।