৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বিপিএলের সবচেয়ে আক্রমণাত্মক দল বরিশাল বুলস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ০৪ অক্টোবর ২০১৬

গত শুক্রবার খেলোয়াড় ড্রাফটের মাধ্যমে মনের মতো করে সেরা সেরা খেলয়াড়দের নিজ নিজ দলে ভিড়িয়েছেন বিপিএলের এবারের আসরে অংশগ্রহনকারী সাত ফ্রাঞ্ছাইজি। সবগুলো দল চেয়েছে দলের বোলিং,ব্যাটিং ও ফিল্ডিং এই তিন শাখায়ই যেন তাদের দল স্বয়ংসম্পূর্ণ থাকে।বরিশাল বুলস কর্তৃপক্ষ চেয়েছে তাই।

তবে কিছুটা ভিন্নতা দেখিয়েছেন টিম বুলস কর্তৃপক্ষ।তারা পুরো দলে প্রাধান্য দিয়েছেন বোলিং আক্রমনের উপর।আর যার ফলস্বরূপ দলে ভিড়িয়েছেন ছয় সেরা পেসারকে। সে তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট, লাল-সবুজের জাতীয় দলের খেলোয়াড় আল-আমিন হোসেন,জাতীয় দলের আরেক উদীয়মান খেলোয়াড় কামরুল হাসান রাব্বি, বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে তাক লাগানো বোলিং পারফারমেন্সকরাআবু হায়দার রনি, আছেন পাকিস্তানি বাম হাতি ফাস্ট বোলার রুম্মান রইস,আবার গতকাল দলে ফিরেছেন ওয়েস্টইন্ডিয়ান বোলিং তারকা রায়াদ এমরিট। মোট কথা পেস আক্রমে দল সাজানোই যেন ছিল টিম বুলসের পরিকল্পনা।

তবে ছয় পেসারের মধ্যে তিনজনের নামের সাথেই আছে অলরাউন্ডারের তাকমা।বিগত স্ময়ে নিজ নিজ জাতীয় দল কিংবা অন্য কোন ম্যাচে দেখিয়েছেন তাদের অলরাউন্ড নৈপুণ্য। এদের মধ্যে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট আছে অলরাউন্ডারের তালিকায়।এ তালিকায় আরো আছেন অপর উইন্ডিজ তারকা রায়াদ এমরিটের নাম।

এছাড়া আছে বরিশালের ক্রিকেটার কামরুলহাসান রাব্বি।যারা শুধু বোলিংয়ে নয় ব্যাটিংয়েও পারদর্শী।দলের প্রয়োজনে বোলিং করার পাশাপাশি যেকোন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন।

29 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন