িনিট আগের আপডেট সন্ধ্যা ৬:৫৯ ; মঙ্গলবার ; সেপ্টেম্বর ২৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বিপিএল থেকে ছিটকে পড়েও খুশি মুশফিক

বরিশালটাইমস রিপোর্ট
৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

রংপুর রাইডার্সের কাছে ২৯ রানে হেরে বিপিএলের চতুর্থ আসরের মিশন শেষ করল মুশফিকুর রহিমের বরিশাল বুলস। আপাতত কয়েকটি দিন বিশ্রামে থাকার সুযোগ পেলেন তিনি।

 

বিশ্রাম শেষেই আবারও ব্যাট-বল হাতে মাঠে নামতে হবে তাকে। চলতি মাসের ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে বাংলাদেশের। নিউজিল্যান্ডে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্প করবে বাংলাদেশ। আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুইভাগে ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় যাবে। মুশফিকুর রহিম নিশ্চিতভাবেই প্রথম বিমানে উঠবেন।

 

ইংল্যান্ড সিরিজে প্রত্যাশামাফিক ফল পাওয়ায় বাংলাদেশ দলের থেকে প্রত্যাশা এখন আকাশচুম্বি। কিউইদের মাটিতে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। পাশাপাশি ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি তো আছেই। টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিমের বিশ্বাস নিউজিল্যান্ডে বাংলাদেশ ভালো একটি সিরিজ উপহার দিবে।

 

বিপিএলে মুশফিকুর রহিম ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। ১২ ম্যাচে মুশফিকুর রহিমের রান ৩৪১। ৩৭.৮৮ গড়ে ২ হাফসেঞ্চুরি এ রান করেছেন বরিশালের বুলসের অধিনায়ক। নিজের পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থদের পারফরম্যান্সেও খুশি মুশফিক।

 

পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিকুর রহিম বলেন, ‘ব্যাটসম্যানরা ভালো করছে। তামিম, রিয়াদ ভাই, মোসাদ্দেক, সাকিব ব্যাটিংয়ে ভালো করেছে। বোলিংয়ে মাশরাফি ভাই ভালো করেছে। আশা করছি সিরিজ শুরুর আগে সবাই ফিট থাকবে। আমরা নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিডনিতে ক্যাম্প করব। আশা করছি সেখানকার ক্যাম্পে ক্রিকেটাররা উপকৃত হবে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব। আশা করছি নিউজিল্যান্ডে আমরা ভালো একটি সিরিজ খেলব।’

 

ব্যাটিংয়ে বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তামিম ইকাবালের। ৪২৫ রান করেছেন দেশসেরা ওপেনার। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৩১৯ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন ২৭১ এবং সাকিব আল হাসান ১৮৫ রান করেছেন। জাতীয় দলের অন্যদের মধ্যে ব্যাট হাতে দূত্যি ছড়িয়েছেন সাব্বির রহমান (২৮৯), মুমিনুল হক (২৭৭), নাসির হোসেন (১৫৮)।

 

বল হাতে শফিউল ইসলাম এখন পর্যন্ত দেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন। এছাড়া চোট পাওয়া মোহাম্মদ শহীদ নিয়েছেন ১৫ উইকেট। তাসকিনও সমানসংখ্যাক উইকেট পেয়েছেন। শেষ কয়েকম্যাচ ধরে ধারাবাহিকভাবে আগুনঝরা বোলিং করছেন রুবেল হোসেন। বিপিএলে তার পকেটে গেছে ১৩ উইকেট। এছাড়া মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন ১১ উইকেট। সব মিলিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা বেশ ভালো অবস্থানে আছেন।

 

খেলাধুলার খবর, টাইমস স্পেশাল

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময়  আগ্নেয়াস্ত্রসহ ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  পটুয়াখালীতে শিশুর মরদেহে লবণ মাখিয়ে মাটিচাপা দিয়েও হলো না শেষরক্ষা  মুখোমুখি শাহরুখ-প্রভাস: একই দিনে মুক্তি পাবে ‘ডাঙ্কি’-‘সালার’  তামিম ইকবাল থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে!  প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন: এমপি শাওন  মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  সিজার টেবিল থেকে জীবন বাঁচাতে ওসির দরজায়  বরগুনায় হৃদয় হত্যা: ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা  ছাত্রলীগ নেত্রীর বক্তব্যে ক্ষুব্ধ রাবির ভিসি, প্রো-ভিসি